ইংরেজ বাজার

ওয়ার্ল্ড আর্টস ডে উদযাপন

 

ওয়ার্ল্ড আর্টস ডে-কে সামনে রেখে যেমন খুশি আঁকও চিত্র প্রদর্শনী হয়ে গেল সোমবার। মালদা শহরের ফোয়ারা মোড়ে এই চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

    আজ ওয়ার্ল্ড আর্টস ডে। আর এই দিনটিকে সামনে রেখে যেমন খুশি আঁকও চিত্র প্রদর্শনীর আয়োজন করল এক বেসরকারি সংস্থা। জানা যায়, গত বছর থেকে লিও নার্দো দা ভিঞ্চি-র জন্মদিনকে বেছে নিয়ে এই কর্মসূচীর আয়োজন করেন উদ্যোক্তারা। এদিন মালদার সমস্ত চিত্র শিল্পীরা এই চিত্র প্রদর্শনীতে অংশ নেন। রঙ তুলিতে ভরিয়ে তোলে নিজেদের ক্যানভাস। ফুটিয়ে তোলে নানান ছবি।

    এই বিষয়ে উদ্যোক্তা বিদ্যুৎ কর্মকার জানান, লিও নার্দো দা ভিঞ্চি-র জন্মদিন উপলক্ষে গত বছর ধরে এমনটা করে চলছেন। গত বছর ত্রিশ জন চিত্র শিল্পী ছিল এবার পঞ্চাশ ছুঁয়ে গেছে।